চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজডুবির ঘটনায় ছয়জন নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ইচ্ছানগরের সি রিসোর্স ঘাট বরাবর বয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছয়জনের মধ্যে রয়েছেন জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ ও মো. সাইফুল। বাকি চারজনের নাম–পরিচয় জানা যায়নি।
নৌ পুলিশ সূত্র জানায়, গতকাল দিবাগত রাত একটার দিকে র্যাঙ্কন কোম্পানির এফবি মাগফেরাত নামের একটি মাছ ধরার জাহাজ সি রিসোর্স নামের একটি ডকে মেরামতের জন্য ওঠানোর সময় পাখা খুলে যায়। এ সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেটি পাশের বয়া ও অন্য জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজের প্রধান প্রকৌশলী মো. সোলায়মানের বরাত দিয়ে নৌ পুলিশ জানায়, জাহাজে ১৫ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৯ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, মো. সাইফুলসহ ছয়জন নিখোঁজ হন। ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে নৌ পুলিশ।
সদরঘাট নৌ থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরাম উল্লাহ বলেন, ‘গতকাল দিবাগত রাত পৌনে দুইটায় ৯৯৯–এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করেছি। এখনো ছয়জন নিখোঁজ।’