পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ৩০৪ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়েছে। আজ বুধবার বিকেলে কুয়াকাটা পৌরসভার মাছবাজারে ইলিশটি বিক্রি হয়েছে।
জেলে মো. মুনসুর আলী বলেন, নিষেধাজ্ঞা শেষে কুয়াকাটা–সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যান তিনি। গত দুই দিনে তাঁর জালে তেমন মাছ পড়েনি। আজ বুধবার বিকেলে বড় আকারের ইলিশ মাছটি ধরা পড়ে। নিলামের মাধ্যমে মার্চেন্ট মৎস্য ব্যবসায়ী ফিশ ভ্যালির মোহাম্মদ হাসান ৬ হাজার ৩২৫ টাকায় ইলিশ মাছটি কিনে নিয়েছেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. বেল্লাল হোসেন বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। নিষেধাজ্ঞার পর এই প্রথম এত বড় ইলিশের দেখা মিলছে।
কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রথম আলোকে বলেন, ইলিশের আকার আগের চেয়ে বেড়েছে বলে মনে হচ্ছে। বড় আকারের ইলিশ মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে, তাই সমুদ্রমোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ রকম বড় আকারের ইলিশ মাছ বেশি ধরা পড়বে।