নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের দাবিতে আজ বুধবার টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন নার্সরা। এতে করে দ্বিতীয় দিনের মতো ভোগান্তিতে পড়তে হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোয়।
আজ বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি করার কথা থাকলেও বেলা একটার দিকে কেন্দ্র থেকে আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়। এর পর নার্সরা তাঁদের কাজে যোগ দেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হয়।
বিসিএস কর্মকর্তাদের অপসারণ চেয়ে কর্মবিরতি পালন করেছে ‘নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ’ নামের একটি সংগঠন। কর্মবিরতি চলাকালে সকাল ৯টা থেকে চমেক হাসপাতালের কোনো ওয়ার্ডে নার্সরা উপস্থিত হননি। শুধু জরুরি বিভাগ, অস্ত্রোপচারকক্ষ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে সীমিতসংখ্যক নার্স সেবা দেন। জানতে চাইলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন প্রথম আলোকে বলেন, জরুরি সেবাগুলোর ক্ষেত্রে তাঁরা সেবা দিয়েছেন। সাধারণ ওয়ার্ডে সেবা দিতে কিছুটা সমস্যায় পড়তে হয়।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক বিশ্বজিৎ বড়ুয়া বলেন, ‘এক দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। উপদেষ্টার আশ্বাসের পর বেলা একটার দিকে আন্দোলন স্থগিত করা হয়। এরপর নার্সরা কাজে যোগ দিয়েছেন।’