ঝালকাঠিতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার ব্যানারে কম দামে সবজি বিক্রির কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক। আজ রোববার সকালে শহরের সাধনার মোড় এলাকায়
ঝালকাঠিতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার ব্যানারে কম দামে সবজি বিক্রির কার্যক্রমে অংশ নেন জেলা প্রশাসক। আজ রোববার সকালে শহরের সাধনার মোড় এলাকায়

ঝালকাঠিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কম দামে সবজি বিক্রি, ক্রেতাদের ভিড়

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার ব্যানারে স্থানীয় বাজারের চেয়ে কম দামে সবজি বিক্রি করছেন স্বেচ্ছাসেবীরা। আজ রোববার সকালে শহরের সাধনার মোড় এলাকায় এ বাজার বসে। এ সময় তুলনামূলক কম দামে সবজি কিনতে সেখানে ভিড় করেন ক্রেতারা।

জেলা প্রশাসক আশরাফুর রহমান আজ সকালে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত থেকে সবজি বিক্রি কার্যক্রমে অংশ নেন। এ সময় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। সবজির মধ্যে পটোল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, পেঁপে, জালিকুমড়া ও শসা বিক্রি হচ্ছে ৩০ টাকায়, কাঁচা মরিচ ১১০ টাকা, মুলা ৩৫ টাকা কেজিপ্রতি ও লাউ প্রতিটি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। এ ছাড়া আরও বেশ কিছু সবজি বাজারের চেয়ে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে।

স্বেচ্ছাসেবীরা জানান, বাজারে পণ্য বারবার হাতবদল হওয়ায় দামের ঊর্ধ্বগতি হচ্ছে। মধ্যস্বত্বভোগী আর সিন্ডিকেট গড়ে ওঠায় সাধারণ ক্রেতারা তাঁদের কাছে জিম্মি। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির এই সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষকে সহযোগিতা করতেই এমন উদ্যোগ। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

ছাত্র-জনতার ব্যানারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় বাড়তি দামে সবজি বিক্রি করছেন। ছাত্র-জনতার এ উদ্যোগ অব্যাহত থাকলে শিগগিরই বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আসবে।