নিজের বিকাশ নম্বরে অজ্ঞাত নম্বর থেকে ভুলে আসা ৪০ হাজার টাকা মূল মালিককে ফেরত দিয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের সুবাশ চন্দ্র। সোমবার বিকেলে আদমদীঘি থানায় এসে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম চণ্ডীপুর (মিয়াজি বাড়ি) গ্রামের টাকার মূল মালিক সালাউদ্দিনের কাছে এ টাকা হস্তান্তর করেন সুবাশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন তাঁর বিকাশ নম্বর থেকে ১০ আগস্ট ৪০ হাজার ৮০০ টাকা একটি বিকাশ নম্বরে পাঠান। কিন্তু ভুলবশত ওই বিকাশ নম্বরে টাকা না গিয়ে আরেকটি বিকাশ নম্বরে চলে যায়। এ ঘটনায় সালাউদ্দিন ১৭ আগস্ট রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং বিকাশ অফিসে জানান। এরপর সালাউদ্দিন মুঠোফোনের মাধ্যমে ভুলে আসা বিকাশ নম্বরে যোগাযোগ করলে সুবাশ চন্দ্রের সঙ্গে কথা হয়। সুবাশ চন্দ্র তাঁর বিকাশে আসা ৪০ হাজার টাকা পাওয়ার কথা স্বীকার করেন।
সুবাশ সালাউদ্দিনকে এসে টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। গত সোমবার সন্ধ্যায় বিকেলে আদমদীঘি থানায় পুলিশের মধ্যস্থতায় সুবাশ চন্দ্র ৪০ হাজার টাকা মূল মালিক সালাউদ্দিনের কাছে হস্তান্তর করেন।