কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী গোলাম সারওয়ারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আরেক প্রার্থী মো. আবদুল হাই ওরফে বাবলুকে শুনানিতে অংশ নেওয়ার জন্য তলব করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। আগামীকাল বুধবার বেলা ১১টায় সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুবাইয়া খানমের দপ্তরে শুনানিতে অংশ নেওয়ার জন্য তাঁকে বলা হয়।
মো. আবদুল হাই সদর দক্ষিণ উপজেলা পরিষদের টানা তিনবারের ভাইস চেয়ারম্যান। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। হেলিকপ্টার প্রতীক নিয়ে এবার চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিনি।
অন্যদিকে অভিযোগকারী গোলাম সারওয়ার টানা তিন মেয়াদে সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ভাই তিনি।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল কুমিল্লার জেলা প্রশাসকের কাছে প্রার্থী গোলাম সারওয়ার নির্বাচনী পরিবেশ নিয়ে একটি অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা আরেক প্রার্থী আবদুল হাইকে চিঠিতে জানান, ‘আপনি বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অবাধ, সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশে মারাত্মকভাবে হুমকি সৃষ্টি করেছেন মর্মে গোলাম সারওয়ার অভিযোগ করেছেন। এ নিয়ে শুনানি হবে।’
গোলাম সারওয়ার প্রথম আলোকে বলেন, ভোটের দিন বহিরাগত এনে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চান আবদুল হাই। তিনি শহর থেকে একজন সংসদ সদস্যের লোকজনকে এনে নির্বাচনে প্রভাব বিস্তার করতে চান। ভোটারদের হুমকি দিচ্ছেন। তাঁর পক্ষে কাজ না করলে শহরে গেলে মারধরের হুমকি দেন। তাঁর (গোলাম সারওয়ার) কর্মীদের গায়ে হাত তোলা হয়েছে। মনোনীত চেয়ারম্যানদের হুমকি দিচ্ছেন। এ কারণে অভিযোগ করেছেন তিনি।
এসব অভিযোগ অসত্য বলে দাবি করে মো. আবদুল হাই বলেন, ‘গত ১৫ বছরে গোলাম সারওয়ার কিছুই করেননি। ভোটকে তিনি ভয় পান। এ জন্য অসত্য অভিযোগ করছেন। ৪০ বছর ধরে রাজনীতি করছি। রাজপথের যোদ্ধা, ছাত্ররাজনীতি থেকে এতটুকুন পথ এসেছি। জনগণ হেলিকপ্টার প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। সদর দক্ষিণের জনগণ ও ভোটাররা একটি বলয় থেকে বের হতে চান। তাঁরা উন্নয়নবঞ্চিত ছিলেন। ২১ মে সেটি ভোটের মাধ্যমে প্রমাণিত হবে।’
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনজন। গোলাম সারওয়ার ও আবদুল হাই ছাড়া অপরজন হলেন আওয়ামী লীগ নেতা আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান।