ঢাকা-বরগুনা নদীপথে আজ থেকে আবারও লঞ্চ চলবে

ঢাকা-বরগুনা নদীপথে আবারও শুরু হচ্ছে লঞ্চ চলাচল। সম্প্রতি বরগুনার ফুলঝুড়ি লঞ্চঘাটে
ছবি: প্রথম আলো

যাত্রীসংকট এবং দুই দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে লোকসানের মুখে বন্ধ ঘোষণার আট দিন পর আবারও বরগুনা-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল শুরু হচ্ছে। ঢাকা সদরঘাট থেকে এমভি পূবালী-১ নামের লঞ্চটি আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বরগুনার উদ্দেশে ছেড়ে যাবে।

২২ আগস্ট বরগুনা-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছিল মালিক কর্তৃপক্ষ। যাত্রীসংকটে লোকসানের মুখে গত ৩০ জুলাই থেকে বরগুনার আমতলী-ঢাকা নৌপথের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দুটি নৌপথের লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঢাকায় যাতায়াত করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।

বরগুনা নদীবন্দর কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ থেকে আগের সময়সূচি অনুযায়ী ঢাকা-বরগুনা পথে লঞ্চ চলবে। আজ ঢাকা সদরঘাট থেকে এমকে শিপিং লাইনসের এমভি পূবালী-১ নামের লঞ্চটি সন্ধ্যা ছয়টায় বরগুনার উদ্দেশে ছেড়ে আসবে বলে জানান বরগুনা নদীবন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান।

এম কে শিপিং লাইনস কোম্পানির মালিক মাসুম খান বলেন, যাত্রী কম হওয়ায় এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অনেক লোকসান হচ্ছিল। তাই লঞ্চ চলাচল বন্ধ রেখেছিলেন। আজ আবার লঞ্চ চলাচল শুরু হচ্ছে।

বরগুনা জেলা বণিক সমিতির সহসভাপতি জহিরুল হক বলেন, প্রাচীন এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বরগুনার ব্যবসা-বাণিজ্য হুমকির মুখে পড়ছিল। পণ্য পরিবহনের ব্যয় বৃদ্ধি পায়। এতে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। লঞ্চ চালু হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতি পুষিয়ে উঠবেন।