পিটুনি
পিটুনি

কাপাসিয়ায় গাছকাটা নিয়ে দ্বন্দ্বের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিবাদমান জমির গাছকাটা নিয়ে দ্বন্দ্বের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন স্বজনেরা। আজ শুক্রবার সকালে উপজেলা শহরের কাছে টোক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক হলেন এ কে এম আবু তাহের (৫৬)। তিনি একই গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন আবুল কাশেম ও মোছা. পারভীন। আবুল কাশেম নিহত এ কে এম আবু তাহেরের চাচাতো ভাই।

নিহত আবু তাহেরের স্ত্রী ছালমা বেগম অভিযোগ করেন, জমি নিয়ে তাঁর স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা আবুল কাশেমের বিবাদ চলছিল। আজ সকালে ওই জমির একটি গাছ কাটতে আসেন আবুল কাশেম। সেখানে হাজির হয়ে তাঁর স্বামী গাছ কাটতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আবুল কাশেম অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে আবুল কাশেম ও তাঁর ছেলে মো. পারভেজ লাঠি নিয়ে এসে আবু তাহেরকে এলোপাতাড়ি পিটুনি শুরু করেন। এতে গুরুতর আহত হয়ে আবু তাহের মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় তাঁকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কাওসার আহমেদ।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পর অভিযুক্ত আবুল কাশেম ও পারভীন নামের এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।