অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার বেলা ১১টায় গোটাটিকর এলাকায়
অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার বেলা ১১টায় গোটাটিকর এলাকায়

সিলেটে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা–কর্মচারীদের কর্মবিরতি

সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মতো সিলেট বিভাগের পাঁচটি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।

আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দশম দিনের মতো এ কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতি পালন করা হলেও জরুরি সেবা সচল ছিল।

সিলেট নগরের গোটাটিকর এলাকায় আজ বেলা ১১টায় গিয়ে দেখা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কার্যালয়ের সামনে কয়েক শ কর্মকর্তা-কর্মচারী অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন। এ সময় তাঁরা দুই দফা দাবি উত্থাপন করেন। এগুলো হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিগুলো একীভূত করার পাশাপাশি একই চাকরিবিধির আওতায় আনা এবং সব অনিয়মিত চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করা।

কর্মসূচিতে বক্তারা বলেন, অনির্দিষ্টকালের জন্য দ্বিতীয় দফায় এ কর্মবিরতি শুরু হয়েছে। সারা দেশের ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী একযোগে এ কর্মসূচি পালন করছেন। দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

গোটাটিকর এলাকার কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আরিফ শাহরিয়ার ফাহাদ, জিল্লুর রহমান ও নাঈমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।