গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবীন হোসেনকে গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তিনি কালীগঞ্জ থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, রবীন হোসেনকে গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে কালীগঞ্জ থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি সপরিবারে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার মধ্যরাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্ট থেকে রবীন হোসেনকে স্থানীয়রা আটক করে ভাটারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি কালীগঞ্জ থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২১ নম্বর আসামি।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জামিনুর রহমান বলেন, রবীন হোসেনকে আদালতে পাঠানো হবে।
২১ আগস্ট রাতে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান শেখ বাবলু বাদী হয়ে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ আওয়ামী লীগের ৪০ জন নেতা–কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।