দ্বীপজেলা ভোলায় চলছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে ভোলার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে ভোলার টাউন কমিটি (বাংলা স্কুল) মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে
ছবি: প্রথম আলো

‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগানে ভোলায় শুরু হয়েছে পুষ্টি-প্রথম আলো আঞ্চলিক স্কুল বিতর্ক উৎসব। আজ রোববার সকাল আটটার দিকে ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ উৎসব শুরু হয়। দিনব্যাপী উৎসবে জেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

বিতর্ক উৎসবের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পারভীন আখতার। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মো. নেয়ামতউল্যাহ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ভোলা প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও জীবন পুরাণ আবৃত্তি একাডেমির পরিচালক মশিউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে পারভীন আখতার বলেন, ‘বিতর্ক করতে হলে জ্ঞান ও যুক্তির প্রয়োজন। জ্ঞান, বিদ্যা, যুক্তি ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিতর্কে অংশ নিতে হবে। জ্ঞান আহরণের জন্য বইয়ের কাছে যেতে হবে। অন্য একটি জ্ঞানের ভান্ডার হচ্ছে পত্রিকা। এ জন্য পত্রিকা পড়তে হবে। পত্রিকার মধ্যে প্রথম আলোর তথ্যসূত্র নির্ভরযোগ্য। এ ছাড়া প্রথম আলো বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো নামের সাময়িকী বের করে, যা থেকে বিভিন্ন জ্ঞান ও জিজ্ঞাসার উত্তর পাওয়া যায়।’

ভোলায় দিনব্যাপী বিতর্ক উৎসবে জেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে

অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রথম আলোর ভোলা প্রতিনিধি নেয়ামতউল্যাহ বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হবে। মাদকাসক্ত ব্যক্তিদের সঙ্গে কখনো বন্ধুত্ব গড়ে তোলা যাবে না। তাদের এড়িয়ে সমাজে যৌক্তিক মানুষ হয়ে উঠতে হবে শিক্ষার্থীদের।

প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা মশিউর রহমান বলেন, যুক্তির মাধ্যমে নিজের বক্তব্য অন্যের কাছে তুলে ধরতে হয়। যুক্তিতেই মুক্তি, এতেই সমাধান। বিতার্কিকদের ভালো নাগরিক হয়ে দেশগঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

দ্বিতীয়বারের মতো সারা দেশে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশের ৩৫টি জেলা ও রাজধানীতে ৫টি অঞ্চলে বিতর্ক উৎসব হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রচার সহযোগী হিসেবে আছে নাগরিক টেলিভিশন।