সাতক্ষীরার আশাশুনিতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মা। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আশাশুনি–ঘোলা সড়কের কোদনাদাহ এলাকার কেরানীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের সুব্রত সরকার (৩০) ও তাঁর ছেলে তুর্ষ (৪)। এ দুর্ঘটনায় আহত সুব্রত সরকারের স্ত্রী শ্যামলী সরকারকে (২৬) আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানায়, সুব্রত সরকার তাঁর স্ত্রী শ্যামলী ও ছেলে তুর্ষকে মোটরসাইকেলে নিয়ে আশাশুনি সদর থেকে তাঁদের বাড়ি বলাবাড়িয়ায় যাচ্ছিলেন। অপর দিকে একটি যাত্রীবাহী বাস আশাশুনিতে আচ্ছিল। পথে আশাশুনি–ঘোলা সড়কের কোদনাদাহ এলাকার কেরানীর মোড়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এরপর বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে সুব্রত সরকার ও তাঁর শিশুসন্তান তুর্ষ নিহত ও তাঁর স্ত্রী শ্যামলী মারাত্মক আহত হন।
আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার বিষয়টি জানার পর আশাশুনি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তাঁরা নিহত দুজনের মরদেহ উদ্ধার করে আশাশুনি থানায় নিয়ে আসেন। আহত শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার জানান, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। বাসের চালক সাতক্ষীরা সদর উপজেলার উমরাপাড়া গ্রামের নিজামউদ্দিনকে আটক করা হয়েছে। নিহত বাবা ও ছেলের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।