অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের মানুষের অর্থে সৃষ্ট তহবিল নয়ছয় করার কোনো সুযোগ নেই। নয়ছয়ের কথা যেগুলো শুনেছেন, সেগুলো বহু আগের কথা।’
আজ বুধবার দুপুরে টাঙ্গাইলে ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’ আয়োজিত পরিবেশ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর একটি পরিবর্তিত গাইডলাইনের অধীন সাতটি সরকারি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আশা করছেন, সেখানে নয়ছয়ের কথা শোনা যাবে না। এখানে প্রচুর প্রকল্প এসেছিল, নতুন গাইডলাইনের কারণে অনেক প্রকল্প বাদ দেওয়া হয়েছে।
নতুন ইটভাটার অনুমতি বন্ধ করে দেওয়া হয়েছে উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কোনো সভ্য দেশে মাটি দিয়ে ইট বানিয়ে তা পুড়িয়ে ভবন বানায় না। তারা বিকল্পে চলে গেছে। তাঁদেরও বিকল্পে চলে যেতে হবে। তিনি আরও বলেন, এখন পলিথিন একটি নিষিদ্ধ জিনিস। একটি নিষিদ্ধ জিনিস বিক্রি করা সেটিও নিষিদ্ধ। পলিথিন সস্তা—এ ধারণা ঠিক না। এটা ১০০ বছরেও পৃথিবী থেকে যাবে না। পলিথিন ব্যবহার বন্ধ করলে দেশি জিনিসগুলো ফিরে আসবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেখানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসিন হোসেন, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ ও ব্যুরো বাংলাদেশের পরিচালক ফারমিনা হোসেন প্রমুখ।