স্কাউটে দেশসেরার পুরস্কার পেল বগুড়ার শাহরিয়ার

শিক্ষামন্ত্রী দীপু মনির হাত থেকে দেশসেরা স্কাউটের পুরস্কার নেন বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালয় শাখার দশম শ্রেণির শিক্ষার্থী মো. শাহরিয়ার ঝলক
ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষা সপ্তাহে দেশসেরা স্কাউট পুরস্কার পেয়েছে বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের বিদ্যালয় শাখার দশম শ্রেণির শিক্ষার্থী মো. শাহরিয়ার ঝলক। জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ের আট শিক্ষার্থীকে পেছনে ফেলে সেরা স্কাউটের পুরস্কার পায় সে। গত সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে শাহরিয়ারের হাতে এই পুরস্কার তুলে দেন।

পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম বলেন, মানসম্মত পাঠদানের পাশাপাশি নানা সহশিক্ষা ও সৃজনশীল কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে চারজন শিক্ষক সার্বক্ষণিক নিয়োজিত আছেন। তাঁরা শিক্ষার্থীদের শরীর চর্চা, ক্রীড়া, নৃত্যসহ নানা ধরনের সহশিক্ষা কার্যক্রম তদারক করেন। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য দেখিয়ে আসছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

পুরস্কার বিজয়ী শাহরিয়ার জানায়, স্কুলশিক্ষক মায়ের অনুপ্রেরণায় স্কাউটিংয়ে যুক্ত হয় সে। তার মা সৈয়দা জায়েদুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার মা বিদ্যালয়ের কাব স্কাউটের শিক্ষক। শাহরিয়ারের বাবা আলফাজ উদ্দিন পেশায় ব্যবসায়ী।

বাবা-মায়ের সঙ্গে পুরস্কার বিজয়ী শিক্ষার্থী মো. শাহরিয়ার ঝলক

শাহরিয়ার জানায়, জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা থেকে জেলা, বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয় সে। তার সঙ্গে জাতীয় পর্যায়ে আরও আটজন প্রতিযোগী ছিল। সব বিভাগের একজন করে এবং ঢাকা মহানগরের একজনসহ মোট নয়জন অংশ নেয়। শ্রেষ্ঠত্বের মুকুট ওঠে তার মাথায়।