পরিবারের দুই শিশুসন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারি। বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
পরিবারের দুই শিশুসন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারি। বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই–বোনের মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশুর নাম স্বপ্না আক্তার (৫) ও তার তিন বছর বয়সী ছোট ভাই আবদুর রহিম। তারা উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকার সৌদিপ্রবাসী সানোয়ার হোসেনের ছেলে ও মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপ্না ও তার ভাই বাড়ির পাশে খোলা একটি জায়গায় বল নিয়ে খেলছিল। খেলার ছলে স্বপ্নার ভাই রহিম বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তখন স্বপ্না তার ভাইকে তুলতে গেলে দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। দুপুর ১২টার দিকে দুই শিশুর লাশ পুকুরে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পরিবারের লোকজন রহিম ও স্বপ্নাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়। তাঁদের ধারণা, দুই শিশু দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিল। পানিতেই তারা মারা যায়। লাশ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় বাসিন্দা ইমতিয়াজ আহমেদ বলেন, সানোয়ার হোসেনের দুই সন্তানই একসঙ্গে পানিতে ডুবে মারা গেল। ওদের মৃত্যুতে এলাকায় মাতম চলছে। এভাবে অবুঝ দুই শিশুর মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, পানিতে ডুবে একসঙ্গে দুই ভাই–বোনের মৃত্যুর খবর শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি অপমৃত্যু। এরপরও কারও কোনো অভিযোগ থাকলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।