ভালুকায় নিখোঁজের ২ দিন পর দেয়াল কেটে পোশাক কারখানার কর্মীর লাশ উদ্ধার

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিখোঁজের দুই দিন পর নির্মাণাধীন একটি ভবনের নিচতলার দেয়াল কেটে লিফটের ফাঁকা স্থান থেকে পোশাক কারখানার এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করেন। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।

লাশ উদ্ধার হওয়া কর্মীর নাম সাজ্জাত হোসেন (২২)। তিনি ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করতেন। তাঁর বাড়ি পঞ্চগড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার কাজে যোগ দেওয়া শ্রমিকেরা লাশের গন্ধ পাচ্ছিলেন। বিকেলে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনকে জানায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে যান। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান। তাঁর উপস্থিতিতেই রাত আটটার দিকে ড্রিল মেশিন দিয়ে দেয়াল কেটে লিফটের ফাঁকা স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার নির্মাণাধীন ছয়তলা ভবনের নিচতলায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে ছিল লাশটি। লিফটের জায়গাটি শুধু ছয়তলার ওপরে খোলা ছিল। লিফট না লাগানোর কারণে ওই স্থানে দেয়াল দেওয়া হয়েছিল। সেই দেয়াল কেটে লাশটি উদ্ধার করা হয়।

কারখানাটির প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক আবু নাঈম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন ভবনটির নিচতলায় কার্যক্রম চললেও ওপরে ওঠায় নিষেধাজ্ঞা জারি ছিল। এরপরও শ্রমিকেরা ওপরে ওঠেন। কীভাবে এ ঘটনা ঘটল বুঝতে পাচ্ছেন না। তবে তাঁরা চান ঘটনাটির সুষ্ঠু তদন্ত হোক।

ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নির্মাণাধীন ভবনটিতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন সাজ্জাত হোসেন। লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লাশ উদ্ধারের ঘটনাটি তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে জানিয়েছেন ইউএনও আলীনূর খান।