শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা শেষে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসীম উদ্দিনকে। অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবিব, গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান, শারীরিক শিক্ষা দপ্তরের মুহাম্মদ শহিদুল ইসলাম। কমিটিকে তদন্ত শেষে শিগগিরই প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা নিয়ে পরিসংখ্যান বিভাগ ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, ঘটনা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।