মানিকগঞ্জে গরু চুরি করে পিকআপে পালাচ্ছিল চোরের দল, অতঃপর...

এই পিকআপ ভ্যানে করে গরু নিয়ে পালাচ্ছিলেন চোর চক্রের সদস্যরা। মঙ্গলবার দুপুরে সাটুরিয়া থানা প্রাঙ্গণে
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক গৃহস্থের বাড়ি থেকে ছয়টি গরুসহ একটি বাছুর চুরি করে পালাচ্ছিলেন চোর চক্রের সদস্যরা। টের পেয়ে যান গৃহস্থ। এরপর গৃহস্থ ও প্রতিবেশীরা ধাওয়া করেন। একপর্যায়ে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশ তল্লাশি চৌকির কাছে গিয়ে পিকআপ ভ্যানটি ঘেরাও করে স্থানীয় লোকজন ও পুলিশ। এ সময় গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার ভোরে উপজেলার দোতরা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আকবর আলী (৩৫) জেলা সদরের জাগীর ইউনিয়নের ধলেশ্বরী গ্রামের বাসিন্দা। তিনি পিকআপ ভ্যানটি চালাচ্ছিলেন। পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দোতরা বরুন্ডি গ্রামের আবদুর রহিম বাড়িতে গরু লালনপালন করে আসছেন। আজ ভোররাত চারটার দিকে দুটি পিকআপ ভ্যানে করে তাঁর গোয়ালঘর থেকে ছয়টি গরু ও একটি বাছুর চুরি করে পালিয়ে যাচ্ছিলেন চোর চক্রের কয়েকজন সদস্য। বাড়ির লোকজন টের পেয়ে ঘুম থেকে উঠে ডাক ও চিৎকার শুরু করেন। এরপর গৃহস্থ রহিম ও তাঁর বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা চোরদের ধাওয়া করেন। পাশাপাশি বিষয়টি থানার পুলিশকে জানানো হয়।

ধাওয়া করার একপর্যায়ে ঢাকা-আরিচা মহাসড়কের দোতরা এলাকায় পুলিশের তল্লাশি চৌকির কাছে এলাকাবাসী ও পুলিশ একটি পিকআপ ভ্যান আটক করে। এ সময় পাঁচটি গরুসহ আকবর আলী নামের চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়। তবে একটি গরু ও একটি বাছুরসহ অপর পিকআপ ভ্যানটি নিয়ে চোরেরা পালিয়ে যায়।

গরুগুলোর মালিক আবদুর রহিম বলেন, বাড়ির পাশে রাস্তায় পিকআপ ভ্যান রেখে চোরেরা তাঁর গোয়ালঘর থেকে ছয়টি গরু ও একটি বাছুর নিয়ে গাড়িতে তোলে। এ সময় গাড়ি চালু করার শব্দ পেয়ে তিনি ঘরের বাইরে বের হয়ে বিষয়টি টের পান। পরে ডাক ও চিৎকার শুরু করেন। এরই মধ্যে একটি পিকআপ ভ্যানে একটি গরু ও একটি বাছুর নিয়ে কয়েকজন চোর পালিয়ে যায়। অপর একটি পিকআপ ভ্যানে পাঁচটি গরু নিয়ে পালানোর সময় পিছু নেন বাড়ি ও আশপাশের লোকজন। পরে এলাকাবাসীর সহযোগিতায় তল্লাশি চৌকিতে দায়িত্বরত পুলিশ গাড়িসহ পাঁচটি গরু ও একজনকে আটক করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় পিকআপ ভ্যানসহ পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার গরুগুলো মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গরুগুলোর মালিক বাদী হয়ে গ্রেপ্তার ওই যুবকসহ অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। চুরি হওয়া গরু ও বাছুর উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ওসি জানান।