ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় গাছ থেকে বরই পাড়তে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডীপুর গুঞ্জুরগড় গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো উপজেলার চন্ডীপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রাজু (১২) ও ইদ্রিস আলীর ছেলে কাওসার আলী (৭। সম্পর্কে তারা একে অপরের চাচাতো ভাই।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে রাজু ও কাওসার বাড়ির পাশে খেলা করছিল। পরে তারা পুকুরের পাশে গাছ থেকে বরই পাড়তে যায়। এ সময় কাওসার পানিতে পড়ে গেলে রাজু তাকে বাঁচাতে যায়। একপর্যায়ে দুজনই পুকুরের পানিতে তালিয়ে যায়। প্রতিবেশী কয়েকজন তাদের বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তাঁরা সন্ধান পাননি। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তাঁরা এসে রাজু ও কাওসারকে উদ্ধার করেন। পরে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কাওসারের বাবা ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, রাজু স্থানীয় চন্ডীপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে আর কাওসার ব্র্যাক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তাদের দুজনের মধ্যে খুবই ভাব ছিল। সব সময় একসঙ্গে চলাফেরা করত। একসঙ্গে মারা যাবে কখনো তিনি ভাবেননি।
স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার জানান, পুকুরটি খুবই গভীর, তা ছাড়া গতকাল সারা দিনের বৃষ্টিতে পানি আরও বেড়েছে। এ জন্য তাদের খুঁজে পেতে অনেক সময় লেগেছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম ফিরোজ ওয়াহিদ প্রথম আলোকে বলেন, নিহত দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।