ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ছাড়া শান্তি আসতে পারে না। ইসলামের পরিপূর্ণ বিধান পালনে খাঁটি মানুষ হওয়া যায়। ইসলামের বাইরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষের কল্যাণ করতে পারে না। ইসলামকে বাদ দিয়ে এ ৫৩ বছর পর্যন্ত গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে।
আজ শনিবার বিকেলে শহরের রাজবাড়ী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
তিনি আরও বলেন, ‘আমরা ব্রিটিশ শাসন থেকে প্রথমবার স্বাধীন হয়েছিলাম। গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসা শেখ হাসিনা ১৬ বছরের শাসন আমলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে নাই। সর্বশেষ চতুর্থবার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার শাসন থেকে আমরা স্বাধীন হয়েছি। রাজনীতিতে ভদ্র ও গুণী মানুষকে আসতে হবে। তা না হলে এসব স্থান মন্দ মানুষেরা দখল করে নেবে।’
ফয়জুল করিম মাদ্রাসাশিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যাঁরা চাঁদাবাজি ও গুন্ডামি করতে আসবে, তাঁদের খাম্বার সঙ্গে বেঁধে রাখবে। আমরা চাঁদাবাজি দেখতে চাই না।’
সংগঠনের গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. ফাইজুদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, জেলা সভাপতি মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করিম আবরার, শামসুর রহমান, এহেতাশামুল হক পাঠান, হাবিবুর রহমান মিয়াজি, হারুনুর রশিদ প্রমুখ।