বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে বগুড়ায় শূন্য ঘোষিত দুটি আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আসন দুটি হলো—বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর)। এ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে তিনি বলেন, দুই এলাকার সবার মন রাখতে তিনি দুই আসন থেকে প্রার্থী হয়েছেন।
দুই আসন থেকে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে হিরো আলম প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়ি বগুড়া সদরে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে দুই দফা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। পাস করতে পারিনি, হেরেছিলাম। এলাকার মানুষের দাবি, সেলিব্রিটি হয়ে তুমি হামাকরক ভুলে গেলা? তুমি যখন ফেমাস ছিলা না, তখন তোমার নির্বাচন করেছিলাম। বড় হয়্যা সব ভুলে গেলা? এই বার উপনির্বাচনে হামাকেরে পছন্দের প্রার্থী নাই। তোমার ভোট করতে চাই। এলাকার মানুষের সবার দাবি, এ জন্য সদর আসন থেকে ভোট করতে চাই।’
এর সঙ্গে হিরো আলম আরও যোগ করেন, ‘বগুড়া-৪ আসন থেকে ২০১৮ সালের ডিসেম্বরে যেহেতু একবার নির্বাচন করেছিলাম। এবার সেখানকার মানুষের দাবি হিরো আলম যেন প্রার্থী হয়। সেখানে বাদ দিয়ে বগুড়া সদর আসন থেকে ভোট করলে তারা মন খারাপ করবে। তাদের যাতে মন খারাপ না হয়, আমার এলাকার (বগুড়া সদর) বাসিন্দারাও যাতে মন খারাপ না করে; সবার মন রাখতে দুই আসন থেকে নির্বাচন করছি।’
দুই আসনে ভোট করলে জয়লাভের সম্ভাবনা কতটুকু—জানতে চাইলে হিরো আলম বলেন, ‘মানুষ যদি ভালোবাসে তবে দুই জায়গা থেকেই আমাকে বিজয়ী করবে। আর ভালো যদি কেউ না বাসে তবে কোনো জায়গাতেই ভালো করতে পারব না। ভোট একান্ত ব্যক্তিগত বিষয়। কাউকে ভালো লাগলে ১০১ জন দাঁড়ালেও পছন্দের প্রার্থীকেই ভোট দিবে।’
জনগণ কেন আপনাকে ভোট দিবে, জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আমি সব সময় সেবামূলক কাজ করি। সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করে দেখাব। মানুষ একদিন বলবে, হিরো আলমকে যতটা মনে করেছিলাম, তার চেয়ে ব্যতিক্রম। আমাদের মন জয় করতে পেরেছে।’
হিরো আলম সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান। না পেলে অন্য প্রতীকের কথা ভাববেন।
এবারের নির্বাচনে বগুড়া-৪ আসনে আরও ছয়জন মনোনয়নপত্র তুলেছেন। তাঁরা হলেন—মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) এ কে এম রেজাউল করিম (তানসেন), জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা, ইলিয়াস আলী, আবদুল জব্বার প্রামাণিক ও কামরুল হাসান সিদ্দিকী।
অন্যদিকে বগুড়া-৬ আসনে আরও মনোনয়নপত্র তুলেছেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান, জাতীয় পার্টির নূরুল ইসলাম (ওমর), জাসদের ইমদাদুল হক, গণফ্রন্টের আফজাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী রাকিব হাসান, ব্যবসায়ী আবদুল মান্নান ও জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি মাছুদার রহমান (হেলাল)।