কোটা সংস্কার আন্দোলন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বিকেলে আব্দুল জব্বার মোড় সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করেন। এতে জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি আটকা পড়ে
ছবি: প্রথম আলো

সরকারি চাকরির সব গ্রেডে বৈষম্যমূলক কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে এবং বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে আজ পঞ্চম দিনের মতো রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল বের করেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী এসব কর্মসূচিতে অংশ নেন।

বিকেলে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে কে আর মার্কেট এবং পরে সেখান থেকে মুক্তমঞ্চ হয়ে আব্দুল জব্বার মোড়ে যান। আব্দুল জব্বার মোড়ে পৌঁছে সমাবেশ করেন তাঁরা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘কেউ যদি ভেবে থাকেন যে হামলা করে আমাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে, তাহলে এটি একেবারে ভ্রান্ত ধারণা। আমাদের ভাইবোনেরা যেখানে রক্ত ঝরাচ্ছেন, সেখানে আমরা কোনোভাবেই চুপ করে থাকব না। আরও বেশি শক্তি সঞ্চয় করে আমরা এগিয়ে যাব।’

সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়সংলগ্ন রেললাইনে ট্রেন অবরোধের সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। কিন্তু রেললাইনে আগে থেকেই অবস্থান করছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রায় ১০০ নেতা–কর্মী। শিক্ষার্থীরা রেললাইন অবরোধের উদ্দেশ্যে এগিয়ে গেলে শান্তিপূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীদের জন্য জায়গা ছেড়ে দেন ছাত্রলীগ নেতা–কর্মীরা।

কোটা সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার দিনব্যাপী আন্দোলনের পর রাত সোয়া ৯টার দিকে আব্দুল জব্বার মোড় থেকে মশাল মিছিল বের করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

পরে বিকেল ৪টা ৩৫ মিনিটে জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি আটকে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। পরে রাত ৯টা ১০ মিনিটে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দিনব্যাপী আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে রাত সোয়া ৯টার দিকে আব্দুল জব্বার মোড় থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মশাল মিছিলটি আব্দুল জব্বার মোড় থেকে ছাত্রী হলের সামনের সড়ক প্রদক্ষিণ করে কে আর মার্কেটে যায় এবং সেখান থেকে মুক্তমঞ্চে এসে শেষ হয়। মুক্তমঞ্চে এসে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা।