ঘোরাঘুরি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় মাজহারুল ইসলাম ওরফে তানিম (২২) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে রায়পুর পৌরসভার ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী মাজহারুলের বন্ধু মো. তানজিনও গুরুতর আহত হয়েছেন।

মাজহারুল রায়পুর পৌর শহরের দেনায়েতপুরের লেংড়াবাজার এলাকার মাইক ব্যবসায়ী মিজানুর রহমানের একমাত্র ছেলে। তিনি রায়পুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, ঈদ উপলক্ষে বন্ধুর সঙ্গে নদীর তীরে ঘুরতে মোটরসাইকেল নিয়ে বের হন মাজহারুল ইসলাম। ঘোরাঘুরি শেষে রাতে বাড়ি ফেরার পথে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ সড়কের পাশে খালে পড়ে যান মাজহারুল। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক মাজহারুলকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশাটির চালকও আহত হয়েছেন।

এ নিয়ে লক্ষ্মীপুরে গত চার দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন তরুণের প্রাণ গেল।