বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ

রাজশাহীতে ৩ হাজার ৭৬৯টি বই বিতরণ

মানুষ যা–ই কিছু করুক না কেন, তার আগে কল্পনা করতে হয়। সেই কল্পনাশক্তি বাড়ায় বই। ক্রমে আলো থেকে আলোর পথে ধাবিত করে বই। বই পড়ার মাধ্যমে মানুষ আলোকিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় বই বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এ বলেন। তাঁরা সবাইকে বই পড়ার আহ্বান জানান।

চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এই উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট। এ উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে পাঁচ প্রতিষ্ঠান ও গ্রন্থাগারকে ৩ হাজার ৭৬৯টি বই বিতরণ করা হয়েছে।

বই পাওয়া প্রতিষ্ঠান ও গ্রন্থাগারগুলো হলো রাজশাহী নগরের জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, গোদাগাড়ীর সাহিত্য ধারা শহীদ শাহজাহান গ্রন্থাগার, মোহনপুরের বেলগাছি লাইব্রেরি ও পাঠক ক্লাব, রাজশাহী আলোর পাঠশালা, রাজশাহী বন্ধুসভার পাঠাগারে বইগুলো বিতরণ করা হয়েছে।

বই বিতরণে সহযোগিতা করেছে প্রথম আলো রাজশাহী বন্ধুসভা। এতে বক্তব্য দেন প্রথম আলোর রাজশাহী নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, প্রতিনিধি শফিকুল ইসলাম, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা মো. আমিনুল হক (রিন্টু), রাজশাহী আলোর পাঠশালার সহকারী শিক্ষক খাদিজাতুল কুবরা, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক উৎসব সরকার, রাজশাহী বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মালিহা মুমু প্রমুখ। এ সময় বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গ্রন্থাগার ও প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। বিকাশ–প্রথম আলোর এ উদ্যোগের প্রশংসা করে তাঁরা জানান, এই উদ্যোগে দেশব্যাপী বইয়ের পাঠক তৈরি হবে। ফলে কিছুটা হলেও মানুষ বইয়ের দিকে ধাবিত হবে। তাঁরা আজ পাওয়া বইগুলোর যথোপযুক্ত মর্যাদা দেবেন। বইগুলো পাঠকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন বলে জানা প্রতিনিধিরা।

কেউ চাইলে বিকাশ অ্যাপের মাধ্যমে এ উদ্যোগের সহযোগী হতে পারেন।