ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

বিদ্যুৎস্পৃষ্ট
 প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. তোফাজ্জল হোসেন (৩৪) নামের এক পোলট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মৃত তোফাজ্জল হোসেন দক্ষিণ ভাংনাহাটি গ্রামের রমজান আলীর ছেলে। তিনি নিজের বাড়িতে স্বল্প পরিসরে পোলট্রি মুরগির ব্যবসা করতেন। ওই মুরগির ডিম নিজের ব্যাটারিচালিত ভ্যানে এলাকার বিভিন্ন দোকানে বিক্রি করতেন তিনি।

পুলিশ ও মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শনিবার রাতে নিজের শোবার ঘরের পাশের একটি ঘরে ব্যাটারিচালিত ভ্যানগাড়িটি চার্জে লাগিয়ে দেন তোফাজ্জল। রাতে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে আজ ভোররাত পৌনে চারটার দিকে তিনি ভ্যানে আগুন দেখতে পেয়ে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লুবনা ইয়াসমিন বলেন, ভোরে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।