চাঁদপুরের মতলব উত্তরে বিরোধপূর্ণ জমির গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ লুধুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাইকে আটক করেছে পুলিশ।
নিহত বড় ভাইয়ের নাম আলমগীর হোসেন প্রধান (৫০)। তিনি মতলব উত্তরের লুধুয়া গ্রামের নুর হোসেন প্রধানের বড় ছেলে। আলমগীর রাজধানী ঢাকার একটি মসজিদে ইমামতি করতেন। আটক শুক্কুর প্রধান (৪০) লুধুয়া গ্রামে বসবাস করেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলমগীর হোসেনের সঙ্গে তাঁর ছোট ভাই শুক্কুর প্রধানের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন আলমগীর। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বিরোধপূর্ণ জমির একটি গাছ কাটছিলেন। তখন শুক্কুর প্রধান তাঁকে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শুক্কুর প্রধান একটি লাঠি নিয়ে আলমগীরের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সংজ্ঞাহীন অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে খালেদা বেগম অভিযোগ করে বলেন, তাঁর চাচা শুক্কুর প্রধানের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের বিরোধ চলছিল। ওই বিরোধ ও আজ গাছ কাটাকে কেন্দ্র করে তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
হত্যাকাণ্ডের পর বাড়ি থেকে অভিযুক্ত শুক্কুর প্রধানকে আটক করে পুলিশ।
পুলিশের হেফাজতে থাকায় অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় শুক্কুর প্রধানকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। হত্যা মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বিকেলে চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি পরিষ্কার হত্যাকাণ্ড। জমিজমার বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।