চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদে তরুণদের উদ্যোগে সবজি বিক্রি হচ্ছে। আজ সকালে আমিরাবাদ বটতলী স্টেশনে
চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদে তরুণদের উদ্যোগে সবজি বিক্রি হচ্ছে। আজ সকালে আমিরাবাদ বটতলী স্টেশনে

লোহাগাড়ায় কেনা দামে সবজি বিক্রি করছেন তরুণেরা

সড়কের পাশে লাউ, কাঁচা পেঁপে, বরবটি, করলা, শসা, ঝিঙে, আলু, বেগুন, লালশাকসহ নানা রকমের সবজির পসরা সাজিয়ে বসেছেন একদল তরুণ। তাঁদের কেউ এসব পণ্য প্যাকেট করছেন, কেউ ওজন মাপছেন, কেউ টাকা নিচ্ছেন, আবার কেউ ক্রেতাদের ভিড় সামলাচ্ছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এমন দৃশ্য দেখা গেল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশনে। সকাল ৯টা থেকে সেখানে কৃষকদের কাছ কেনা দামে সবজি বিক্রি করেন সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন নামে একটি সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।

সবজি বিক্রির সঙ্গে জড়িত তরুণেরা জানালেন, সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এ বছরের আগস্ট মাসে সংগঠনটির যাত্রা শুরু হয়। এ সংগঠনে সাতকানিয়া ও লোহাগাড়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ী যুক্ত আছেন।

সবজি কিনতে আসা ক্রেতাদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন স্বেচ্ছাসেবীরা। ভিড় ঠেলেও কিছুটা কম দামে সবজি কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। ক্রেতাদের একজন বিশ্ববিদ্যালয় ছাত্র বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ফেসবুকের মাধ্যমে সবজি বিক্রির খবরটা জানতে পারি। বাজারমূল্য থেকে কম দামে চার ধরনের টাটকা সবজি কিনেছি।’

সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, আজ প্রথম দিন কেনা দামে সবজি বিক্রি শুরু হয়েছে। যত দিন সবজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে না, তত দিন এভাবে সবজি বিক্রি অব্যাহত রাখবে সংগঠনটি। আজ প্রথম দিন ৭০ হাজার টাকার সবজি কিনে এনে বিক্রি করা হয়। এসব সবজি সরবরাহ করা হয় সাতকানিয়ার শিশুতল কৃষি এলাকা থেকে। সকাল ৯টা থেকে বিক্রি শুরু হয়ে বেলা একটায় শেষ হয়। চাহিদা বেশি থাকায় কাল থেকে দ্বিগুণ পণ্য সরবরাহ করবে সংগঠনটি।

তরুণদের উদ্যোগে সবজি বিক্রি হচ্ছে বাজারের চেয়ে অনেক কম দামে। প্রতি কেজি লাউ ৩৫ টাকা, পেঁপে ২০ টাকা, বরবটি ৪০ টাকা, করলা ৭৫ টাকা, শসা ৪০ টাকা, ঝিঙে ৪০ টাকা, মিষ্টিকুমড়া ৪৫ টাকা, বেগুন ৭০ টাকা এবং আলু ৫০ টাকা দরে বিক্রি করছে সংগঠনটি।

সবজি বিক্রির সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ওবাইদ বিন নূর, সহসভাপতি ফারহান মাহমুদ মিজান, সাধারণ সম্পাদক মো. রাকিব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিনসহ সংগঠনের সদস্যরা।

সংগঠনের সভাপতি ওবাইদ বিন নূর প্রথম আলোকে বলেন, ‘শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া মূল্যে সাধারণ মানুষ দিশাহারা। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা উদ্যোগ নিয়েছি। ক্রেতারা কোনো ক্ষেত্রে বাজার মূল্যের অর্ধেক, আবার কোনো ক্ষেত্রে এক-তৃতীয়াংশ দাম ছাড়ে পণ্য পাচ্ছেন। সবাই আমাদের প্রশংসা করছেন।’

বেলা ১১টার দিকে সবজি বিক্রির স্থানে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইনামুল হাছান। তিনি প্রথম আলোকে বলেন, ‘মানবিক এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। আমরা জনকল্যাণমূলক এ ধরনের কাজে সহযোগিতায় পাশে থাকব।’

ইউএনও ইনামুল হাছান এ সময় সবজির সরবরাহ বৃদ্ধির জন্য সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনকে এক লাখ টাকার আর্থিক সহায়তা (ফেরতযোগ্য) দেন।