বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে ঘাড় মটকানোর হুমকি দেওয়ার ঘটনায় লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. তাহমীদুর রহমানের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৩১ ডিসেম্বর তাঁকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
২৩ ডিসেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার চামটারহাটে এক নির্বাচনী সভায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজাকে হুমকি দিয়ে বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করেন। নৌকা মার্কার প্রার্থী নুরুজ্জামান আহমেদ তাঁকে ঘাড় মটকানোর মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন; যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এবং রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। ১৯ ডিসেম্বর রাতে ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট বাজারে স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল হকের নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দিয়েছিলেন গোলাম মর্তুজা। তিনি ওই বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সমালোচনা করেন।