দীর্ঘ ৩ মাস ৯ দিন পর আগামীকাল শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য খুলছে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় ভাঙচুর–লুটপাটের পর থেকে জীববৈচিত্র্যসমৃদ্ধ পার্কটি বন্ধ ছিল।
দর্শনার্থীদের জন্য পার্ক খোলার বিষয়টি নিশ্চিত করেছেন এর দায়িত্বে থাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, পার্কের কিছু সংস্কার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার থেকে পার্ক নিয়মিত খোলা থাকবে। তিনি আরও বলেন, পার্কের মূল ফটকসহ বিভিন্ন অংশের ইজারা প্রক্রিয়াধীন। চূড়ান্ত না হওয়া পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় পার্কের কার্যক্রম চলমান থাকবে।
পার্কের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নামে শিগগিরই পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যেই নাম পরিবর্তনের প্রস্তাবসহ একটি আবেদন বন বিভাগে পাঠিয়েছে পার্ক কর্তৃপক্ষ। বিষয়টি বিবেচনায় নিয়ে বন বিভাগ ‘গাজীপুর সাফারি পার্ক’ নাম দিয়ে আগের নামটিতে প্রতিস্থাপন করতে পারে বলে সূত্রটি জানায়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় পার্কটিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এর মূল ফটক, শেখ মুজিবুর রহমানের মুরাল, প্রাণী জাদুঘর, পাখিশালা, পার্ক অফিসসহ বিভিন্ন খাদ্যের দোকানে ভাঙচুর চালানো হয়। লুটপাট করা হয় খাদ্য বিক্রির দোকানের মালামাল, বৈদ্যুতিক মোটর, ক্লোজড সার্কিট ক্যামেরা, চেয়ার, টেবিলসহ নানা সরঞ্জাম। ভাঙচুরে পার্ক অফিসের সব কটি কক্ষের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙা হয়েছে রেস্ট হাউসের জানালার কাচ ও পর্যবেক্ষণে ব্যবহৃত দুটি জিপ গাড়ি।