পটুয়াখালীতে হাফ ভাড়া নিয়ে এক ছাত্রীর সঙ্গে বাসচালক ও তাঁর সহকারীর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এবং তাঁদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটুয়াখালীর চৌরাস্তা এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ কর্মসূচি শুরু করা হয়।
এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। প্রায় দুই ঘণ্টা পর সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিভাগের এক ছাত্রী গতকাল সকালে দুমকী উপজেলার লেবুখালী পায়রা সেতু এলাকা থেকে পটুয়াখালী বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য বাসে ওঠেন। শিক্ষার্থী হিসেবে তিনি অর্ধেক (হাফ) ভাড়া দিতে চাইলে তাঁকে গালাগালি করেন বাসটির চালক ও সহকারী। পরে ওই শিক্ষার্থী তাঁর সহপাঠীদের বিষয়টি জানালে তাঁরা ক্ষুব্ধ হয়ে সন্ধ্যার দিকে বাসের চালক ও তাঁর সহকারীর বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা কর্মকর্তা ও পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। সেই সঙ্গে ঘটনাটি তদন্ত করে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ বিষয়ে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমীন বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসন, পুলিশ সুপার, সেনা কর্মকর্তা, বাস মালিক–শ্রমিক সংগঠন ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা হয়েছে।
আজ সোমবার বাসের চালক, সহকারী ও মালিকের সঙ্গে আলোচনায় বসে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।