ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বজ্রপাতের সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন।
নিহত শ্রমিকের নাম মোজাম্মেল হক (৩২)। তিনি উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের মতি মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের হাওর এলাকার একটি ইটভাটায় কাজ করছিলেন ইটভাটাশ্রমিক মোজাম্মেল ও কাইয়ূম। বেলা ১১টার দিকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। একপর্যায়ে ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই মেজাম্মেলের মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা শ্রমিক কাইয়ূম আহত হন। পরে কাইয়ূমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বজ্রপাতে নিহত শ্রমিক আমার ইটভাটায় কাজ করতেন। তবে আমার ইটভাটায় কাজ করার সময় বজ্রপাত হয়নি। আমার ইটভাটা থেকে কাজ করে বাড়িতে ফেরার পথে বেলা ১১টার দিকে ইউনিয়নের দাবারবালি এলাকায় হঠাৎ বজ্রপাত হয়। তখন ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। এ সময় কাইয়ূম নামে আরেক শ্রমিক আহত হন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, নিহত ইটভাটাশ্রমিক মোজাম্মেলের পরিবারকে সরকারি খাত থেকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।