চট্টগ্রামে গ্রেপ্তার সাবেক যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা
চট্টগ্রামে গ্রেপ্তার সাবেক যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকাকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা-পুলিশ। আজ শনিবার বেলা আড়াইটার দিকে আগ্রাবাদ সাউথ ল্যান্ড সেন্টারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিএনপি–জামায়াতের লোকজন দেলোয়ার হোসেনকে অবরুদ্ধ করে রেখেছিলেন বলে অভিযোগ।

দেলোয়ার হোসেন ২০২২ সাল পর্যন্ত নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২২ সালের ২৯ মে নগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সভায় দেলোয়ার হোসেন যুবলীগের রাজনীতি আনুষ্ঠানিকভাবে ছাড়ার ঘোষণা দেন। ওই দিনই তিনি নগর আওয়ামী লীগের সদস্য ফরম সংগ্রহ করেছিলেন। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর দেলোয়ার হোসেনকে প্রকাশ্যে দেখা যায়নি।

পুলিশ জানায়, আজ দুপুরে সাউথ ল্যান্ড সেন্টারে একটি রেস্তোরাঁয় দেলোয়ার হোসেনকে দেখা যায়। এরপর বিএনপি–জামায়াতের কর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে।

জানতে চাইলে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. রফিক আহমেদ বলেন, জনগণের সহযোগিতায় দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতার অভিযোগে একটি মামলা রয়েছে এ থানায়। অন্যান্য থানায়ও মামলা থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।