যাত্রীবেশে চট্টগ্রাম নগরের বিভিন্ন রুটে চলাচলকারী বাসে উঠে ছিনতাই করেন বমি পার্টির সদস্যরা। বাসে ওঠার পর যেকোনো একজনকে লক্ষ্যে পরিণত (টার্গেট) করেন তাঁরা। এরপর সেই ব্যক্তির গায়ের ওপর বমি করেন এক সদস্য। বাকি সদস্যরা এ সুযোগে টাকা, মুঠোফোনসহ মালামাল নিয়ে নেন। চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর এই তথ্য জানতে পারে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন আনোয়ার হোসেন ও সাহাব উদ্দিন। গতকাল বুধবার রাতে ঢাকা ও নোয়াখালী থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ৬ মে নগরের চলাচলকারী ৬ নম্বর বাসের যাত্রী সাইফুল ইসলামের গায়ে কৌশলে বমি করে দেন বমি পার্টির এক সদস্য। বাকি সদস্যরা তাঁর কাছ থেকে ব্যাগ কেটে ৯ লাখ টাকা নিয়ে নেন। এই ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করতে গিয়ে পুলিশ চক্রটির সন্ধান পায়। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার দুজনের কাছ থেকে ১৫ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে।
মাহমুদুল হাসান বলেন, চক্রের সদস্যরা বাসে ওঠেন। তাঁরা ছয় থেকে সাতজন থাকেন। সুযোগ বুঝে বমি করেন কিংবা চুরি করে নিয়ে নেন মুঠোফোনসহ নানা মালামাল। মুখের মধ্যে জুস কিংবা শরবত ঢুকিয়ে লক্ষ্য করা ব্যক্তির পাশ দিয়ে বমি ভান করেন। লক্ষ্য ব্যক্তির শরীরের পাশ দিয়ে বাসের জানালা দিয়ে বমি করতে যান। আর এ সুযোগে বাকি সদস্যরা লক্ষ্য করা ব্যক্তির ব্যাগ কিংবা মুঠোফোন নিয়ে নেন।