হল ছাড়ছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে
হল ছাড়ছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে

রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে। আবাসিক হলের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। তিনটি হলের আবাসিক শিক্ষার্থীরা গতকাল রাতের মধ্যেই অনেকেই হল ছেড়ে চলে গেছেন। আজ বুধবার সকাল থেকেও ছাত্রছাত্রীদের হল ছেড়ে যেতে দেখা যায়।

বিশ্ববিদ্যালযের প্রধান ফটকে হল ছেড়ে যাওয়ার সময় অনেকের সঙ্গে কথা হয়। কুষ্টিয়ার এক শিক্ষার্থী বলেন, ‘গতকাল রাতে শহরে একজন বন্ধুর বাড়িতে ছিলাম। আজ সকালে এসে বই–খাতা, কাপড়চোপড় নিয়ে চলে যাচ্ছি।’ অন্য একজন শিক্ষার্থী বলেন, ‘অনেক ভয়ে ভয়ে আজ সকালে ক্যাম্পাসে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে কাপড় ও বই নিয়ে চলে যাচ্ছি।’

হল ছাড়ছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পার্ক মোড়সহ আশপাশ এলাকার পরিস্থিতিও থমথমে। এসব এলাকার বাড়ির মানুষজন খুব একটা ঘরের বাইরে বের হচ্ছেন না। অধিকাংশ দোকানপাটও বন্ধ। থমথমে পরিস্থিতি।

গতকাল রাত ৯টায় উপাচার্য হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আজ বুধবার দুপুর ১২টার মধ্যে আবাসিক তিনটি হলের শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বলেন, রংপুরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত হয়ে উঠলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।