মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণকারী প্রতিষ্ঠানের রড ডাকাতি হয়েছে। ডাকাতেরা পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ১০ টন রড ট্রাকে নিয়ে যায়। গতকাল শনিবার রাতে উপজেলার পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘিওর থানা-পুলিশ, নিরাপত্তাকর্মী ও নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, মানিকগঞ্জ শহরের বিদ্যুতের গ্রিড থেকে শিবালয় উপজেলায় সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহের জন্য পিজিসিবি বৈদ্যুতিক সঞ্চালন লাইন নির্মাণ করছে। ফুজিয়ান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নামের একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সঞ্চালন লাইন নির্মাণ করছে। লাইন নির্মাণের জন্য ব্যবহৃত লোহার রড পুকুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি স্থানে রাখা হয়। চারদিকে টিনের বেড়াবেষ্টিত স্থানটিতে রডসহ অন্যান্য নির্মাণসামগ্রী রাখা ছিল।
আজ রোববার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘিওর থানার পুলিশ সদস্য ডাকাতির বিষয়ে খোঁজখবর নেন। নিরাপত্তাকর্মী আবদুল আলীম প্রথম আলোকে বলেন, সাত-আটজন মুখোশ পরিহিত ডাকাত সদস্য ভেতরে ঢুকে পিস্তল তাঁর মাথায় ঠেকায়। এরপর তাঁকে মারধর করে। এ সময় অপর নিরাপত্তাকর্মী উত্তমকে হাত-পা বেঁধে ফেলে। পরে ট্রাকে করে রডগুলো নিয়ে যায়। ভেতরে সাত-আটজন ডাকাত ঢুকলেও বাইরে আরও বেশ কয়েকজন ডাকাত ছিল বলে তিনি ধারণা করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ বলেন, ডাকাতির বিষয়টি আজ ভোরে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ ব্যাপারে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।