নওগাঁর বদলগাছিতে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে খালে পড়ে গিয়ে ১২ যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চার নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টায় নজিপুর-বদলগাছি সড়কের বদলগাছি উপজেলার ফতেজঙ্গপুর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন রিপা পারভিন (১৯), সেলিমা খাতুন (৫৫), রওনক জাহান (২২) ও দীপালি (৩৫)।
বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা কাবেরী জাহান বলেন, যাত্রীবাহী বাস খালে পড়ে যাত্রীরা আহত হন। তাঁদের মধ্য চারজন হাত-পায়ে আঘাত পেয়েছিলেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় আহত বাসযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে বাসটি সাপাহার উপজেলার আগ্রাদ্বিগুণ থেকে নওগাঁর উদ্দেশে ছাড়ে। বাসটিতে চালক, সহকারীসহ মোট ১৬ যাত্রী ছিলেন। বাসটি আগ্রাদ্বিগুণ থেকে এসে নজিপুর বাস টার্মিনালে পৌঁছায়। সেখান থেকে বদলগাছির উদ্দেশে বাসটি ছাড়ার পর বেপরোয়া গতিতে চলছিল। বদলগাছি উপজেলার ফতেজঙ্গপুর সেতুর আগে এসে দূরপাল্লার অপর একটি বাসকে ওভারটেক করার সময় পাশের খালে গিয়ে বাসটি পড়ে যায়। চালক ও সহকারী দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যান।
খবর পেয়ে বদলগাছি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খালের পানিতে পড়া বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। তাঁদের মধ্যে চার নারী যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
আহত যাত্রী সেলিমা খাতুন বলেন, ‘নওগাঁয় যাওয়ার জন্য নজিপুর বাস টার্মিনালে এসে বাসটিতে উঠেছিলাম। বাসটিতে মোট ২০-২২ যাত্রী ছিলেন। অনেকেই বিভিন্ন স্থানে নেমে যান। বাসটি নজিরপুর বাস টার্মিনাল ছাড়ার পর বাসচালকের সহকারী বারবার বলছিলেন, “ওস্তাদ জোরে চালান, ওস্তাদ আরও জোরে চালান।” ফতেজঙ্গপুর সেতুর আগে এসে বাসটি ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করছিল। এ সময় বাসটি সেতুর পূর্ব পাশের বাঁ পাশে খালে এসে পড়ে। বাসের চালক ও সহকারী মুহূর্তের মধ্যে নেমে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন এসে আমাদের বাসের ভেতর থেকে উদ্ধার করে।’
সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাসটি সড়কের পাশে খালে পড়ে আছে। উৎসুক লোকজন সেখানে ভিড় করছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, নজিপুর-বদলগাছি সড়ক সংস্কারের কাজ চলছে। সড়কের পাশে মাটি রাখা হয়েছে। যাত্রী ওঠানামা করার সময় বাসগুলো সড়কে অতিরিক্ত সময় নষ্ট করে। এরপর বাসগুলে বেপরোয়া গতিতে চলাচল করে। এতে প্রায় এ সড়কে দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে বাসটি দেখতে ছুটে এসেছি। দেড় ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও বাসটি ওপরে টেনে তোলা হয়নি। যদি কেউ বাসের ভেতরে থাকে, তাহলে তো জীবিত থাকবে না। বাসটি দ্রুত টেনে ওপরে তোলা উচিত ছিল।’
বদলগাছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মহসিন মিয়া প্রথম আলোকে বলেন, ওভারটেক করতে গিয়ে বাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। আমরা ঘটনা ঘটার পরপরই সেখানে গিয়ে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ছাড়া আগেই আরও ছয়-সাতজন বাস থেকে বের হয়ে এসেছে। আমরা বাসটির চারপাশে খুঁজেছি। বাসের ভেতর ও আশপাশে কোনো যাত্রী পাইনি। বাসটি ওপরে তোলা হয়নি।
বদলগাছি থানার ওসি মোহাম্মদ আতিয়ার রহমান দেড়টায় প্রথম আলোকে বলেন, খালের পানি থেকে বাসটি ওপরে তোলার কাজ চলছে। যাত্রীরা আহত হলেও কেউ মারা যাননি।