খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের হল খুলবে ২১ আগস্ট, ক্লাস শুরু ২৫ আগস্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সব আবাসিক হল ২১ আগস্ট বুধবার সন্ধ্যা ৬টায় খুলবে। ক্লাস শুরু হবে ২৫ আগস্ট। আজ রোববার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ।

বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর  রহমান ভূঞা এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানান।

বিশ্ববিদ্যারয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম (জরুরি) সভার সিদ্ধান্ত, সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ আগস্ট তারিখের নির্দেশনা এবং ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় সিদ্ধান্ত অনুযায়ী সব আবাসিক হল ২১ আগস্ট বুধবার সন্ধ্যা ৬টায় খুলবে, ক্লাস শুরু হবে ২৫ আগস্ট রোববার। তবে পরীক্ষাসংক্রান্ত তারিখ–সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে জানানো হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবাসিক হলে শিক্ষার্থীদের কক্ষ বণ্টনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নিয়মাবলি কঠোরভাবে অনুসরণ করে ব্যবস্থা নেওয়ার জন্য হলের প্রাধ্যক্ষদের বলা হয়েছে।