ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে গত বৃহস্পতিবার, ৭টি পাঠাগারকে বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ঝালকাঠি বন্ধুসভার সদস্যরা
ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে গত বৃহস্পতিবার, ৭টি পাঠাগারকে বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ঝালকাঠি বন্ধুসভার সদস্যরা

বিকাশ ও প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ

রাজবাড়ী ও ঝালকাঠিতে ২২ প্রতিষ্ঠান পেল বই

সৃজনশীলতা ও জ্ঞানের বিকাশ এবং দেশ–জাতির সমৃদ্ধির জন্য বেশি বেশি বই পড়তে হবে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই গত ২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাজবাড়ী ও ঝালকাঠির ২২টি প্রতিষ্ঠান ও পাঠাগারকে ৭ হাজার ৫৬৭টি বই বিতরণ করা হয়েছে। বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় এসব বই বিতরণ করা হয়।

চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।

বৃহস্পতিবার সকালে, রাজবাড়ী শহরের ২ নম্বর মিলেনিয়াম মার্কেটের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে ৩ হাজার ৬০০টি গল্প, উপন্যাস, কবিতা ও ছড়ার বই ১৫টি প্রতিষ্ঠানের প্রধান এবং তাঁদের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

রাজবাড়ী বন্ধুসভার সভাপতি মো. আরিফুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার বেলা ১১টায় বন্ধুসভা আয়োজিত অনুষ্ঠানে বইগুলো বিতরণ করেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আবদুল মুহিত, রাজবাড়ী একাডেমির সভাপতি ও অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, প্রথম আলোর প্রতিনিধি এম রাশেদুল হক প্রমুখ।

গত বৃহস্পতিবার রাজবাড়ীর রামকান্তপুর রাবেয়া কাদের স্মৃতি পাঠাগার, রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়, আল্লা নেওয়াজ খাইরু উচ্চবিদ্যালয়, অংকুর স্কুল অ্যান্ড কলেজ, উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা মহিলা পরিষদ, বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ, পাংশার বাহাদুরপুর তরুণ সংঘ ও পাঠাগার, কালুখালী উপজেলার পাটকিয়াবাড়ী প্রত্যয় সংসদ, গোয়ালন্দ শহীদ স্মৃতি পাঠাগার, গ্রন্থবিলাস, রমজান মাতুব্বরপাড়া সমাজকল্যাণ পাঠাগার, বালিয়াকান্দি স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামসুন্দরী দাসী পাঠাগার ও পাটুরিয়া অতুল পাঠাগার কর্তৃপক্ষকে বইগুলো দেওয়া হয়।

গত বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে ৭টি পাঠাগারকে প্রায় ৩ হাজার ৯৬৭টি বই দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ঝালকাঠি বন্ধুসভার সদস্যরা। বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার।

বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ-বিদেশের ইতিহাস জানতে বই পাঠের কোনো বিকল্প নেই। একটি বই চলমান পাঠাগারের মতো। পাঠাগার থেকেই জ্ঞান আহরণ করা যায়, বিশ্ব প্রকৃতি সম্পর্কে সবকিছু শেখা যায়। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলে একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হতে পারবে।