নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের রানীনগর উপজেলার পারইল ইউনিয়নের বগারবাড়ি বাজারে গতকাল শুক্রবার রাতে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কয়েকটি প্লাস্টিকের চেয়ার, পোস্টার ও কাপড় পুড়ে যায়। আওয়ামী লীগ নেতারা বলছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা এ আগুন দিয়েছে।
এ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন। ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে মাঠে আছেন ওমর ফারুক। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক।
ক্ষতিগ্রস্ত ক্যাম্পের দায়িত্বে থাকা পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক সাজেদুর রহমান বলেন, গতকাল দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় জনগণ আগুন নিভিয়ে ফেলেন। নির্বাচনের শুরু থেকে ট্রাক প্রতীকের কর্মী-সমর্থকেরা তাঁদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন। তাই তাঁদের ধারণা, ট্রাক প্রতীকের প্রার্থীর লোকেরা এই আগুন দিয়েছেন। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
নৌকার প্রার্থী আনোয়ার হোসেন বলেন, নির্বাচনী প্রচারকাজ শুরু হওয়ার পর থেকে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক ও তাঁর কর্মী-সমর্থকেরা গায়ে পড়ে দ্বন্দ্ব সৃষ্টি করছেন। তাঁরা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চাচ্ছেন। এখন পর্যন্ত তাঁর বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্পে স্বতন্ত্র প্রার্থীর লোকেরা হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলেছেন। এর ধারাবাহিকতায় গতকাল রাতে নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। তিনি জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করছেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের বলেন, এ ধরনের নোংরা কাজকে তিনি সমর্থন করেন না। তাঁর কর্মীরাও এ ধরনের কাজে জড়িত নন । তাঁর জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রী মহল এসব কাজ করে তাঁর ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।