ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। আজ শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। আজ শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে

দাবি না মানলে হরতালের হুমকি নারায়ণগঞ্জের যাত্রী অধিকার ফোরামের

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন এসি বাস ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা, এসি বাসের ভাড়া বিআরটিসি ৬০ টাকা ও বেসরকারি বাসের ভাড়া ৬৫ টাকা করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জের যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

বাসভাড়া কমানোর দাবিতে তিন দফা দাবি বাস্তবায়নে ২৯ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি দেওয়া হয়েছে এবং তাদের এই দাবি না মানলে আগামী ১৭ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জে সর্বাত্মক হরতাল ঘোষণা দেওয়া হয়।

আজ শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। নারায়ণগঞ্জ থেকে সব রুটে বাস ভাড়া কমানো ও ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সামনে রেখে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, নারায়ণগঞ্জের পরিবহন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন গডফাদার শামীম ওসমান ও তাঁর সহযোগীরা; কিন্তু ছাত্র-জনতার গণ–অভুত্থানে গডফাদাররা পালিয়ে গেলেও পর্দার অন্তরালে থেকে পরিবহন সেক্টরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনা সরকার সব সময়ই ছিলেন পরিবহনমালিক ও মাফিয়াবান্ধব। নিজেদের দলীয় ক্যাডার ও আত্মীয়স্বজনদের অনৈতিক সুবিধা দিতে জনগণের বিরুদ্ধে গিয়ে অযৌক্তিকভাবে কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করেছেন। সরকারের গণবিরোধী নীতির সঙ্গে মিল রেখে পরিবহন মাফিয়াদের যোগসাজশে বিআরটিএ জনস্বার্থকে অবজ্ঞা করে ভাড়া নির্ধারণ করে গেছে।

রফিউর রাব্বি বলেন, আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সেক্টরের মতো এই পরিবহন খাতটি ছিল ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। তারা ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ তৈরিতে স্থানীয় বিআরটিএ ও প্রশাসন সব সময় তাদের সহায়তা করেছে। ২০১১ সালের জুন মাসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাসভাড়া ২২ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা করা হলে আন্দোলন গড়ে তোলে যাত্রী অধিকার সংক্ষণ ফোরাম। এর কিছু দিন আগে বন্ধন পরিবহন মালিকদের পক্ষ থেকে তাদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে স্থানীয় র‌্যাবকে চিঠি দিয়ে এর প্রতিকার চেয়েছিল।

রফিউর রাব্বি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে নারায়ণগঞ্জের পরিবহন সিন্ডিকেট মাফিয়া ও গডফাদারদের কেউ কেউ পালিয়ে গেছেন, কেউ গা ঢাকা দিয়েছেন। দেশের এই পরিস্থিতিতে আমরা চাই না পরিবহন সেক্টর আবার কোনো চাঁদাবাজ ও গডফাদারের হাতে বন্দী হয়ে না পড়ে। জ্বালানি তেলের দাম কমানো হলেও ভাড়া কমানো হয় না। তাই বাসভাড়া ৪৫ টাকা এবং ছাত্রদের অর্ধেক ভাড়া করতে হবে। বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা ও বেসরকারি এসি বাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে। অন্যান্য রুটের ভাড়া কমাতে হবে। আমরা আশা করব, চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার আগেই প্রশাসন ১৫ নভেম্বরের মধ্যে যৌক্তিক দাবিগুলো মেনে নেবে।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রথীন চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংসু সাহা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহামুদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম ও সাধারণ সম্পাদক ধীমান সাহা, বাসদের জেলা সদস্যসচিব আবু নাঈম, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূর উদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয় তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারহানা মানিক প্রমুখ।