রাজশাহীতে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগালে এক তরুণের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত তরুণের নাম মো. রাফি (২৪)। তাঁর বাড়ি নগরের হেতেমখাঁ এলাকায়। তাঁর বাবার নাম মো. বাবলু। তাঁর মা হাসপাতালের দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক। গতকাল রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের মাঠে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগান রাফি। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তা দেখে দ্রুত রাফিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান আফরোজা নাজনীন বলেন, আগুনে রাফির শরীরের ৯৯ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার পর তিন ঘণ্টার মতো বেঁচে ছিলেন তিনি। দিবাগত রাত একটার দিকে পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে দাফন করেন।
পরিবারের বরাত দিয়ে চিকিৎসক আফরোজা নাজনীন আরও বলেন, রাফি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোথাও কাজে যোগ দিলেও করতে পারতেন না। চার-পাঁচ বছর ধরে মানসিক রোগবিশেষজ্ঞের কাছে তাঁর চিকিৎসা চলছিল।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বলেন, রাফির বিষয়টি তিনি শুনেছেন।