বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, সমাজে এমন এক রাজনীতির ধারা বাস্তবায়ন করতে হবে, যে রাজনীতি হবে জনগণের অধিকার আদায়ের রাজনীতি; রাষ্ট্র থেকে লুটপাট করার রাজনীতি নয়।
গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুরের সালথার বড় লক্ষ্মণদিয়ায় মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢালকানগর মাদ্রাসার মুহতামিম জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুল মাল সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
মামুনুল হক বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল, কিন্তু ইসলাম বলে ক্ষমতা ভোগের নয়, ত্যাগের। আমাদের দেশে যাঁরাই ক্ষমতা পান, বয়স যতই হোক, ক্ষমতা পাওয়ার পর আস্তে আস্তে তাঁদের চেহারার জৌলুশ বাড়তে থাকে।’
মামুনুল হক আরও বলেন, ‘আমাদের দেশে এই যে পশ্চিমা রাজনৈতিক ব্যবস্থা, এ রাজনৈতিক ব্যবস্থায় যাঁরা ক্ষমতায় আসেন, তাঁরা তো মনে করেন, তাঁদের সুদিন আসছে। তাঁদের দল, তাঁদের সাঙ্গপাঙ্গ, নেতা, উপনেতা, পাতিনেতা, ছাতিনেতা, যাঁরা আছেন, তাঁরা তো সবাই মনে করেন—“এখন তো আমাদের খাওয়ার দিন আসছে।”’
প্রচলিত রাজনীতির সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘তাঁদের চিন্তা একটাই—যত দিন বাইরে থাকব, তত দিন ছেলেপুলে পালব, যা খরচ করতে হয় সব দিক দিয়ে খরচ করব, এদিক-ওদিক নানা দিক দিয়ে খরচ করব। কোনো দিন একবার ক্ষমতায় আসতে পারলে পাঁচ বছরে ৫০ বছরেরটা উশুল কইরা নেব।’
তরুণ ও যুবকদের উদ্দেশে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘এই রাজনীতির সিস্টেমই এইটা। একটা দল লাখ লাখ বেকার যুবক লালন-পালন করে; ভালো কাজে নিয়োগ করে না। চাকরি নাই, ব্যবসা-বাণিজ্য করে না, কিচ্ছু করে না। ভাইয়ের সঙ্গে চলে মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, রাজনীতি করে—এই হলো তাঁর প্রফেশন। রাজনীতি করা আমি খারাপ বলি না। রাজনীতি অবশ্যই করতে হবে, সমাজের কল্যাণ করতে হবে। কিন্তু রাজনীতি করবা তোমার সংসার চলবে কীভাবে বলো? বলে—“ভাইয়ের সঙ্গে থাকি”। ভাইয়ের সঙ্গে থাকা দিয়া সংসার চলে না।’