পরনে কালো জিনস, খয়েরি রঙের টি-শার্ট। চোখেমুখে আনন্দের ঝিলিক। অতিথিদের সঙ্গে চেয়ারে বসা পাঁচ হকি খেলোয়াড়। টেবিলে রাখা হয়েছে ফুল আর ক্রেস্ট। এবার এশিয়ান হকি ফেডারেশন কাপ অনূর্ধ্ব-২১ হকিতে বাংলাদেশ বালক দল চ্যাম্পিয়ন আর বালিকা দল রানার্সআপ হয়েছে। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পাঁচজনের বাড়ি দিনাজপুরে।
শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতেই তাঁদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের রাজবাটি এলাকায় একটি রেস্তোরাঁয় বিজয়ী খেলোয়াড়দের জন্য এ সংবর্ধনার আয়োজন করে ‘দিনাজপুর হকি ক্লিনিক’ নামে একটি সংগঠন। এ সময় জেলা শহরের অন্যান্য বিভাগের খেলোয়াড় ও বিজয়ী খেলোয়াড়দের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
দিনাজপুরের পাঁচ খেলোয়াড় হলেন বালিকা দলের অর্পিতা পাল, তন্নী খাতুন, রানী আক্তার (রিয়ামনি) ও তাবাসসুম আক্তার এবং বালক দলের শহিদুর রহমান (সাজু)। আয়োজক সংগঠনের সভাপতি নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান, হকি কোচ মতিউর রহমান প্রমুখ ছিলেন।
আলাপকালে খেলোয়াড়েরা জানালেন, দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠই তাঁদের অনুশীলনের জায়গা। জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বালিকা দলের অর্পিতা পাল বলেন, ‘এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। বিদেশের মাটিতে যখন আমরা খেলোয়াড়েরা একসঙ্গে কাঁধে হাত রেখে জাতীয় সংগীত গাই, অন্য রকম একটা অনুভূতি হয়। চোখে জল চলে আসে। অভিভাবকেরা আমাদের জন্য অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করেছেন, তাঁদের কষ্টের ফল ঘরে আনতে পেরেছি। এটা অনেক আনন্দের ব্যাপার।’
বালক দলের শহিদুর রহমান সাজু বলেন, ‘গতবার আমরা ওমানকে হারিয়ে শিরোপা জিতেছি। এবার চীনকে হারিয়ে শিরোপা জিতেছি। টানা দ্বিতীয়বারের মতো আমি দলের হয়ে খেলেছি। জয়ের আনন্দ ও অনুভূতি প্রকাশ করার মতো নয়। আজকে আরও ভালো লাগছে, যাঁরা এত দিন খেলা শিখিয়েছেন, তাঁদের কাছ থেকে সংবর্ধনা পাচ্ছি।’
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার বলেন, ‘দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠ আমাদের জন্য আশীর্বাদ। এই মাঠে তাদের খেলার সুযোগ করে দেওয়া হয়েছে। ক্রীড়াঙ্গনের প্রায় প্রতিটি সেক্টরে আমাদের ছেলেমেয়েদের উপস্থিতি বাড়ছে। পাকিস্তান আমল থেকেই দিনাজপুর জেলা হকিতে সমৃদ্ধ। মাঝের কিছুটা সময় ঝিমিয়ে পড়লেও আবার সেই সুদিন ফিরে এসেছে।’ তিনি বলেন, ‘খেলাধুলা করায় এখনো অনেক অভিভাবক নাক সিঁটকান। তারপরও নানা প্রতিকূলতা উপেক্ষা করে ছেলেমেয়েরা ভালো করছে। এমন এক দিন আসবে, যেদিন হকিতে নেতৃত্ব দেবে দিনাজপুর। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
এবারের এশিয়ান হকি ফেডারেশন কাপ অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুরে। গত ২৩ জুন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ বালক দল ৪-২ গোলের ব্যবধানে চীনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে গ্রুপ পর্বের একটি ম্যাচে চায়নিজ তাইপের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।