ঋণ খেলাপি
ঋণ খেলাপি

১৭৩ কোটি টাকা ঋণখেলাপি

প্রভিটা গ্রুপের চেয়ারম্যান, স্ত্রী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৭৩ কোটি টাকার ঋণখেলাপির মামলায় প্রভিটা গ্রুপের চেয়ারম্যান নুরুন্নবী ভূঁইয়া, তাঁর স্ত্রী সুলেখা ইব্রাহিম, ছেলে রিদুয়ানুল হক ভূঁইয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বুধবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ব্যাংক এশিয়া চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ১৭৩ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় আদালত প্রভিটা গ্রুপের চেয়ারম্যান, তাঁর স্ত্রী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। গত বছরের ডিসেম্বরে ব্যাংকের পক্ষ থেকে মামলাটি করা হয়েছিল। কিন্তু বিবাদীদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৫০০ কোটি টাকা ঋণখেলাপি রয়েছে।

ইতিমধ্যে তাঁরা দেশত্যাগের চেষ্টা করছেন বলে ব্যাংকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়। তাঁরা যাতে দেশত্যাগ করতে না পারেন, পুলিশের অভিবাসন শাখাকে নির্দেশ দিয়েছেন আদালত। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও বলা হয়।