অপমৃত্যু
অপমৃত্যু

ভিমরুলের কামড়ে বাবা-বোনের পর মারা গেল শিশু সিফাত

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা ও বোনের পর সাড়ে তিন বছর বয়সী সিফাত উল্লাহ মারা গেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রাশিদ বলেন, গতকাল রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে তিন বছর বয়সী সিফাত উল্লাহর মৃত্যু হয়। স্বজনেরা তার লাশ বাড়িতে নিয়ে যাবেন।

সিফাত উল্লাহ ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই গ্রামের আবুল কাশেমের ছেলে। গতকাল দুপুরে আবুল কাসেম (৪৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও মেয়ে লাবিবা আক্তার ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ছোট ছিল লাবিবা ও সিফাত। আবুল কাসেম স্থানীয় দুধনই মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল ১০টার দিকে দুধনই গ্রামের আবুল কাসেম দুই সন্তানকে নিয়ে নৌকায় করে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পাশেই একটি বাঁশঝাড়ে নৌকা আটকে গিয়ে ভীমরুলের বাসা ভেঙে যায়। তখন ভিমরুল বেরিয়ে তাঁদের কামড়াতে শুরু করে। এতে তাঁরা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে একে একে তিনজনের মৃত্যু হয়।

এদিকে নিহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা দিতে গতকাল সন্ধ্যার পর তাদের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন।