সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় বিএনপির সাবেক নেতা ও তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ সোমবার বিকেলে দুটি উপজেলা সদরে পৃথক দুটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতা-কর্মীরা এ ঘোষণা দেন।
সমশের মবিন চৌধুরী বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ২০১৫ সালের ২৮ অক্টোবর বিএনপি থেকে পদত্যাগ করেন।
বিএনপির নেতা-কর্মীরা বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে আলোচনায় অংশ নিয়ে সমশের মবিন সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সম্পর্কে নেতিবাচক ও মিথ্যা বক্তব্য দেন। এর প্রতিবাদে সমশের মুবিনের কুশপুত্তলিকা পুড়িয়েছেন দলের নেতা-কর্মীরা।
গোলাপগঞ্জের সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান ও গোলাম কিবরিয়া, বিএনপির নেতা শাহজাহান আহমদ, তানজিম আহমদ, কামাল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, সমশের মবিন চৌধুরী টিভিতে বলেছেন, ফয়সল আহমদ চৌধুরীর সঙ্গে তাঁর ফোনালাপ হয়েছে। এটা মিথ্যা ও মনগড়া তথ্য। কারণ, ফয়সল আহমদ চৌধুরী বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা। তিনি কখনো দলছুট বিশ্বাসঘাতকদের সঙ্গে সম্পর্ক রাখবেন না। ফায়দা হাসিলের জন্য ‘সরকারের প্রেসক্রিপশন’ অনুযায়ী সমশের মবিন বিএনপির নেতা ফয়সল চৌধুরীর জনপ্রিয়তা নষ্ট করতেই এটা করেছেন।
এদিকে বিয়ানীবাজারে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ হয়। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন। বক্তব্যে বিএনপির নেতারা বলেন, সমশের মবিন নিঃশর্ত ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, বিএনপির নেতা আবদুল মান্নান, মো. মানিক মিয়া, আলী আহমদ, পৌর বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, ফয়েজ আহমদ, সায়েক আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন, হোসেন আহমদ, ইরাদ চৌধুরী, আবদুর রাজ্জাক প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, একসময়ে বিএনপির রাজনীতিতে থাকা সমশের মবিন চৌধুরী সরকারের দালালি করার জন্য রাজনীতি থেকে অবসর নেন। কিছুদিনের মধ্যেই বিকল্প ধারায় যোগ দেন। সমশের মবিনের বাড়ি গোলাপগঞ্জ উপজেলায়। তাই তিনি সিলেট-৬ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। তবে এখানকার মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে। তাঁর মিথ্যাচারে বিএনপির কোনো ক্ষতি হবে না।