মানিকগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টার পর বাবা-মেয়ের লাশ ভেসে ওঠে নদীতে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বারাহিরচর এলাকায় ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় বাবা-মেয়ের লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
লাশ উদ্ধার হওয়া দুজন হলেন উপজেলার চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) ও তাঁর মেয়ে রাফা আক্তার (১২)। মহিদুর পেশায় ব্যবসায়ী ছিলেন। আর মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।
সিঙ্গাইর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে রাফাকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শেখাতে বাড়ির পাশে বারাহিরচর খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে নিয়ে যান বাবা মহিদুর। প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার কাটার চেষ্টা করছিল রাফা। একপর্যায়ে বোতলের মুখ খুলে ভেতরে পানি ঢোকে। এতে রাফা পানিতে ডুবে যায়। মেয়েকে উদ্ধার করতে মহিদুরও নিখোঁজ হন। খবর পেয়ে সিঙ্গাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আরিচা স্থল-কাম নদীবন্দর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে বাবা-মেয়ের কোনো হদিস মেলেনি। পরে আজ সকাল আটটার দিকে বারাহিরচর খেয়াঘাট এলাকায় ঘটনাস্থল থেকে কিছু দূরে ভাটিতে ধলেশ্বরী নদীতে বাবা ও মেয়ের লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন লাশ দুটি উদ্ধার করেন। খবর পেয়ে স্বজনেরা এসে লাশ দুটির পরিচয় শনাক্ত করেন।
সিঙ্গাইর ফায়ার স্টেশনের কর্মকর্তা (ইনচার্জ) ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও নদীতে তলিয়ে যাওয়া বাবা ও মেয়ের সন্ধান পাওয়া যায়নি। আজ ঢাকা থেকে বিশেষ ডুবুরি দল আসার কথা ছিল। তবে এর আগেই ঘটনাস্থল থেকে কিছুটা ভাটিতে নিখোঁজ বাবা ও মেয়ের লাশ ভেসে ওঠে। লাশ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।