প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ

কম্বল পেয়ে খুশি ঢেপা নদীপারের শীতার্ত মানুষ

দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পরমেশপুর এলাকায় প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়
ছবি: প্রথম আলো

কৌশলা রানীর বয়স ৭০ ছুঁই ছুঁই। মাথায় পাকা চুল। সোজা হয়ে দাঁড়াতেও পারেন না। লাঠিতে ভর দিয়েই চলাফেরা তাঁর। আত্মীয়স্বজনও তেমন নেই। কৌশলার ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। শীত এলে কষ্টের সীমা থাকে না তাঁর। উপহারের কম্বল হাতে নিয়ে কৌশলা বলেন, ‘দিনোত রোদ উঠিলেও রাইতত ঠান্ডাটা এগনা বেশি পড়ে। ভোর রাইতত টপটপ করি শীত পড়োছে। এইবার এলাও এইঠেনা কাহো কম্বল দিবা আইসে নাই। তোমরায় দিলেন। জারোত খুব কষ্ট হছিলো। কম্বলখান পাইয়া হামার খুব উপকার হইল।’

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পরমেশপুর আশ্রমপাড়া এলাকায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সদস্যদের সহযোগিতায় ২৫০ অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে বন্ধুসভার সদস্যরা ইউনিয়নের আশ্রমপাড়া, ঘনপাড়া, গাবপাড়া, পূর্বপাড়া, বিনোদ মাস্টারপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের তালিকা তৈরি করে তাঁদের হাতে একটি করে স্লিপ তুলে দেন। মঙ্গলবার দুপুরে আশ্রমপাড়া খেলার মাঠে উপস্থিত হলে সবার হাতে কম্বল তুলে দেন তাঁরা।

কম্বল পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সদানন রায় (৫৫) বলেন, ‘নাইটগার্ডের কাজ করি। শীতের মধ্যে সারা রাত টংঘরে থাকি। জানুয়ারি মাসে শীত একটু বেশি পড়বে মনে হচ্ছে। কম্বলটা পেয়ে অনেক ভালো হইল।’

পরমেশপুর এলাকায় ঢেপা নদীসংলগ্ন নিগমানন্দ বৃদ্ধাশ্রম। এখানে ৩৫-৪০ জনের বসবাস। সেখানে থাকা বয়স্কদের হাতেও কম্বল দেওয়া হয়েছে। ওই এলাকার স্থানীয় বিশাল রায় বলেন, ‘আমরা অনেক বেশি খুশি হয়েছি। সাধারণত এত প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে তেমন একটা সহযোগিতা পৌঁছায় না। সেখানে বন্ধুসভার সদস্যরা শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে আশ্রমে থাকা বৃদ্ধরা অনেক বেশি খুশি হয়েছেন। প্রকৃত উপকারভোগীদেরই কম্বলগুলো পৌঁছে দিয়েছেন।’

কম্বল পেয়ে খুশি সবাই

লাঠিতে ভর করে কম্বল নিতে মাঠে এসেছেন প্রফুল্ল চন্দ্র রায়। কম্বল হাতে কেঁদে ফেলেন তিনি। প্রফুল্ল চন্দ্র বলেন, ‘তোমহাক আশীর্বাদ করি। এত দূরত আসিয়া হামার খোঁজ নিলেন। খুব ভালো নাগিল।’

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রথম আলোর জেলা প্রতিনিধি রাজিউল ইসলাম, বন্ধুসভার জেলা সভাপতি মুনিরা শাহনাজ, সাধারণ সম্পাদক শুভ রায়, বন্ধুসভার সদস্য অনুপ রায়, আরিয়ানা চৌধুরী, কৃষ্ণ বর্মন এবং পরমেশপুর এলাকায় বিকাশ রায়, বসন্ত রায়, সেলিম রেজা, বাবুল মিয়া, রাকিবুল ওয়ারিদ প্রমুখ।

শীতার্ত মানুষের সহযোগিতায় আপনিও এগিয়ে আসতে পারেন
হিসাবের নাম: প্রথম আলো ট্রাস্ট/ত্রাণ তহবিল
হিসাব নম্বর: ২০৭২০০০০১১১৯৪
ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকা।
অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন: ০১৭১৩-০৬৭৫৭৬ এই মার্চেন্ট অ্যাকাউন্ট নম্বরে। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনের মাধ্যমেও আপনার অনুদান পাঠাতে পারেন।