অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলায় দীর্ঘ ২১ বছরের সাজা হয় কামাল উদ্দিনের। তাঁর অনুপস্থিতিতে ১১টি সিআর মামলায় তাঁর এ সাজা হয়। সাজা এড়াতে দীর্ঘ ২১ বছর দেশে ও বিদেশে পলাতক ছিলেন। এরপরও শেষ রক্ষা হয়নি। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ।
গ্রেপ্তার কামাল উদ্দিন (৬০) ফেনীর দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের এয়াকুবপুর গ্রামের বাসিন্দা। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ২১ বছর পর তাঁকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার কামাল উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির অভিযোগে ঢাকায় ১১টি সিআর মামলা হলে তিনি আত্মগোপন করেন। এসব মামলায় তাঁর অনুপস্থিতিতে সাজা হয় এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তিনি দেশ-বিদেশে দীর্ঘ ২১ বছর পলাতক ছিলেন। কয়েক দিন আগে ঢাকার খিলক্ষেত এলাকায় তাঁর অবস্থানের কথা জানতে পারে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে গ্রেপ্তারের পর কামাল উদ্দিনকে দাগনভূঞা থানায় আনা হয়। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।