শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ৩ নভেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশনের পরে বিভিন্ন বিভাগে ক্লাস শুরু হবে বলে জানা গেছে।

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সাঈদ আরফিন খান বলেন, দুই পর্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ১০টায় বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর এবং পরে বেলা আড়াইটায় ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের মাধ্যমে বরণ করে নেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

ভর্তি কমিটির সদস্যসচিব বলেন, একই দিনে ক্লাস কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত রয়েছে। কখন শুরু হবে, এটা বিভাগগুলো স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নেবে। তবে অনেক বিভাগেই ওরিয়েন্টেশনের পরেই ক্লাস শুরু হবে।

এর আগে ২৩ ও ২৪ অক্টোবর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্টের মাধ্যমে প্রথম বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নেওয়া হয়।